Corona Vaccine Crisis:  উপচে পড়া ভিড়, শিকেয় দূরত্ব বিধি, রাজ্যের ভ্যাকসিন-সঙ্কট চরমে

<p style="text-align: justify;"><strong>কলকাতা:</strong> দেশে যখন করোনা সংক্রমণ বাঁধভাঙা গতিতে এগোচ্ছে, তখন তার পাশাপাশি চরমে পৌঁছেছে ভ্যাকসিন-সঙ্কট।&nbsp;</p> <p style="text-align: justify;">কলকাতার পাশাপাশি উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ, মালদা, পূর্ব বর্ধমান-সহ একাধিক জেলায় ভ্যাকসিন পেতে ভোগান্তির শিকার হচ্ছেন ৪৫ ঊর্ধ্বরা।&nbsp;</p> <p style="text-align: justify;">কোথাও দেওয়া হচ্ছে না ভ্যাকসিনের প্রথম ডোজ, কোথাও দ্বিতীয় ডোজটুকুও মিলছে না। ভ্যাকসিন নেওয়ার প্রতিটি লাইনেই উপচে পড়া ভিড়, শিকেয় দূরত্ব বিধি। &nbsp;এই নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অনেক জায়গাতেই। &nbsp;</p> <p style="text-align: justify;">এসএসকেএম হাসপাতাল চত্বরে ভ্যাকসিনেশনের জন্য দীর্ঘ লাইন। &nbsp;প্রায় হাজারখানেক মানুষের ভিড়। &nbsp;বয়স্করাও ভ্যাকসিন নেওয়ার জন্য দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে আছেন। &nbsp;এত ভিড়ের কারণে বিশৃঙ্খল পরিস্থিতি। &nbsp;&nbsp;</p> <p style="text-align: justify;">মুর্শিদাবাদ &nbsp;মেডিক্যাল কলেজে হাসপাতালে আজ শুধু করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে। &nbsp;প্রথম ডোজ দেওয়া হচ্ছে না। &nbsp;ফলে প্রথম ডোজ নিতে এসে অনেকে না পেয়ে ফিরে যাচ্ছেন। &nbsp;</p> <p style="text-align: justify;">বিধাননগর মহকুমা হাসপাতালের সামনে আজ ভোর ৫টা থেকে দীর্ঘ লাইন। &nbsp;সকাল সাড়ে ১০টাতেও দেখা গেল, অনেকেই ভ্যাকসিন পাননি। &nbsp;লাইন এতটাই দীর্ঘ যে তা হাসপাতাল চত্বর ছাড়িয়ে রাস্তাতেও চলে এসেছে। &nbsp;এরইমধ্যে নোটিস টাঙিয়ে দেওয়া হয়েছে, শুধু কোভিশিল্ডের দ্বিতীয় ডোজই দেওয়া হবে।&nbsp;</p> <p style="text-align: justify;">এর মধ্যেও একটা সুখবর। রাজ্যে আসছে ১০ লক্ষ করোনা ভ্যাকসিনের ডোজ। &nbsp;পুণে থেকে কোভিশিল্ডের যে ডোজ আসছে, তার মধ্যে ৬ লক্ষ রাখা হবে হেস্টিংসে কেন্দ্রীয় স্টোরে। &nbsp;বাকি ৪ লক্ষ বাগবাজারে রাজ্য সরকারের স্টোরে রাখা হবে।<br />&nbsp;&nbsp;<br />বাগবাজারে রাজ্য সরকারের স্টোরে ভোটগ্রহণের জন্য তৈরি হয়েছে বুথ। &nbsp;ইতিমধ্যেই ভোটকর্মীরা তার দায়িত্ব নিয়েছেন। এরইমধ্যে এসে পৌঁছোচ্ছে ৪ লক্ষ কোভিশিল্ডের ডোজ। &nbsp;</p>

from coronavirus https://ift.tt/2S50BFf

Stay Conneted