Maharashtra: ২০-২৫ হাজারে বিক্রি হচ্ছে রেমডেসিভির ! কালোবাজারি রুখতে অভিযান মুম্বই পুলিশের, গ্রেফতার ৫

<p style="text-align: justify;"><strong>মুম্বই:</strong> দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ ৷ এই অবস্থায় রেমডেসিভিরের চাহিদা পাল্লা দিয়ে বাড়ছে ৷ কিন্তু চাহিদার তুলনায় জোগান কোথায় ? হন্য হয়ে ওষুধের দোকান বা বিভিন্ন হাসপাতালে ঘুরলেও মিলছে না রেমডিসিভির ৷ কোথাও পাওয়া গেলেও তা বাজারের দামের তুলনায় অনেক বেশি দামে বিক্রি হচ্ছে বলে অভিযোগ ৷ মুম্বইয়ের গোরেগাঁওয়ে মোতিলাল নগরে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ সম্প্রতি তল্লাশি অভিযান চালিয়ে ২৬ ভায়াল রেমডেসিভির উদ্ধার করেছে ৷ ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ রেমডেসিভিরের ভায়ালগুলি ২০-২৫ হাজার টাকা দামে বিক্রি হচ্ছিল বলে জানা গিয়েছে ৷ করোনা রোগীদের চিকিৎসায় ব্যবহৃত রেমডেসিভির ওষুধের এখন বিভিন্ন জায়গায় কালোবাজারির অভিযোগ উঠেছে ৷ খবর পেয়েই অভিযানে নামে মুম্বই পুলিশ ৷ শেষপর্যন্ত মোতিলাল নগরের একটি হোটেল থেকে উদ্ধার হয় রেমডেসিভিরের ২৬টি ভায়াল ৷</p> <blockquote class="twitter-tweet"> <p dir="ltr" lang="en">Maharashtra: Mumbai Police Crime Branch raided a hotel's kitchen in Motilal Nagar, Goregaon from where black marketing of Remdesivir was being done and arrested five people. 26 vials of Remdesivir seized. The accused used to sell the medicine at Rs 20,000-25,000 per piece. <a href="https://t.co/4aZRRj0ksk">pic.twitter.com/4aZRRj0ksk</a></p> &mdash; ANI (@ANI) <a href="https://twitter.com/ANI/status/1386903997177491463?ref_src=twsrc%5Etfw">April 27, 2021</a></blockquote> <p style="text-align: justify;"> <script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script> বিস্তারিত আসছে...</p>

from coronavirus https://ift.tt/3noEy8c

Stay Conneted